সিলেকশন পোস্ট ৮-এর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাড়ল 

919
0
SSC, SSC Selection Post VIII

স্টাফ সিলেকশনের (SSC) সিলেকশন  পোস্ট ৮-এর (Selection Post VIII) ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ বাড়ানো হল।
কিছুদিন আগেই সিলেকশন পোস্ট ৮ ফলাফল প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আগামী ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে  স্ক্রুটিনির তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিল এসএসসি। আগামী ১৫ মে, ২০২১ পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে।

বিজ্ঞপ্তি দেখে নিন: ক্লিক করুন 

SSC, SSC Selection Post VIII