এসএসসি সিলেকশন পোস্ট-৮ পরীক্ষার ফলপ্রকাশ

991
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে সিলেকশন পোস্ট ৮ (Selection Posts VIII) একাধিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এসএসসি ওয়েবসাইটে রোল নম্বর সহ সফল প্রার্থীদের তালিকা আপলোড করে দেওয়া হয়েছে।

গত ৬, ৯, ১০ ও ১৪ নভেম্বর, ২০২০ তারিখ পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। মোট ১৩৫৫টি পদের জন্য পরীক্ষা হয়েছিল।  মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেল তিনটি স্তরের ফলাফলই প্রকাশ করা হয়েছে।  সফল প্রার্থীদের ডকুমেন্ট স্ক্রুটিনির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল করতে বলা হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও ফল দেখে নিন এই ওয়েবপেজে যোগ্যতা অনুযায়ী দেওয়া তিন লিঙ্কে: ক্লিক করুন

SSC, SSC Selection Post, SSC Results