স্টাফ সিলেকশনের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার দিন বদল

1184
0
ADA Recruitment 2024

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর স্টেনোগ্রাফার গ্রেড-‘সি’ ও ‘ডি’ নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবার কথা ছিল আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, সেই তারিখ বদলানো হয়েছে। পরীক্ষাটি হবে আগামী ২২-২৪ ডিসেম্বর। কমিশনের এই তারিখ বদলের ঘোষণা দেখা যাবে ২৫ নভেম্বর  আপলোড করা বিজ্ঞপ্তিতে (F.No. 4-1/2019P&P-I), এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_steno2019_25112020.pdf

 

লাইভ টিভি দেখুন : htttp://www.chetana.tv/                                    বাংলার প্রথম এডুকেশানাল চ্যানেল 

 

SSC, SSC Steno