এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি, ডি পদের পুনর্বিবেচিত ফলপ্রকাশ 

1161
0
ADA Recruitment 2024

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেড সি, ডি, ২০১৮ পরীক্ষার রিভাইজড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। চূড়ান্ত ফল অনুযায়ী গ্রেড সি পদে মোট ৪৭৩ জন এবং গ্রেড ডি পদে ৯৯১ জন প্রার্থী সফল হয়েছেন।

প্রার্থীদের রোল নম্বর, নাম, প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।  ২৮ নভেম্বর, ২০২০ চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার্থীদের তরফে বেশ কিছু অভিযোগ আসে, সেগুলি খতিয়ে নতুন আর‌ও ১৯ প্রাথীর তালিকা প্রকাশ করা হল।

ফল দেখে নিন এই লিঙ্কে:  ক্লিক করুন

SSC, SSC Stenographer, SSC Steno Exam