এসএসসির স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার আন্সার-কী, ভুল থাকলে ধরে দেবার সুযোগ

703
0
Sahitya Academi recruitment

স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত ২০১৯ সালের স্টেনোগ্রাফার গ্রেড-সি ও ডি নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গত ২২-২৪ ডিসেম্বর দেশের বিভিন্ন কেন্দ্রে হয়েছিল, তার আন্সার-কী আপলোড করা হয়েছে, সঙ্গে পরীক্ষার্থীদের উত্তরপত্রও। পরীক্ষার্থীরা নিজেদের ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী) দিয়ে ঢুকে তা দেখে নিতে পারেন এবং কোনো উত্তরে ভুল আছে মনে করলে তা সংশ্লিষ্ট লিঙ্কে জানাতে পারেন। ঢুকতে পারেন নিচের ওয়েবপেজে দেওয়া লিঙ্ক থেকে নির্দেশ মতো ধাপে-ধাপে এগিয়ে বা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen

আগামী ৩ জানুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে, প্রতি ভুল নির্দেশের জন্য ১০০ টাকা করে অনলাইনে জমা দিতে হবে। সেই সংশোধনের একটা প্রিন্ট-আউটও নিয়ে নেবেন, কারণ ৩ জানুয়ারি সন্ধে ৬টার পর এসব আর দেখা যাবে না। কমিশনের ৩১ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Tentative_Answer_Key_Notice_Steno_2019_31122020.pdf

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল