সারা দেশে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে বেশ কয়েকশো শূন্যপদে স্টেনোগ্রাফার গ্রেড-সি (গ্রুপ-বি নন-গেজেটেড)
ও গ্রেড-ডি (গ্রুপ-সি নন-গেজেটেড) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর F.No. HQ-PPII03 (1)/2/2022- PP_II.
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। শূন্যপদের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।
নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।
গ্রেড-সি বা গ্রেড-ডি যে-কোনো পদের জন্য বা দুই পদের জন্যই আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।
নিয়োগস্থল: গ্রেড-সি পদের অধিকাংশ নিয়োগ হবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/ দপ্তরে।
গ্রেড-ডি পদের নিয়োগ হবে দিল্লি সহ দেশের যে-কোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/ দপ্তরে।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।
লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফির স্কিল টেস্টেও সফল হতেই হবে, তাই স্টেনোগ্রাফির দক্ষতাও চাই।
তবে লিখিত পরীক্ষার ফল বেরিয়ে স্কিল টেস্ট হতে যেহেতু এখনও অনেক সময় আছে, তাই যাঁরা স্টেনোগ্রাফি (ইংরেজি বা হিন্দি) জানেন না তাঁরাও ইতিমধ্যে শিখে নিতে পারবেন এমন সম্ভাবনা থাকলে আবেদন করতে পারেন।
চাকরিতে নিযুক্ত হলে এক ভাষার স্টেনোগ্রাফি জানা প্রার্থীদের অন্যভাষার শর্টহ্যান্ডও শিখে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে।
বয়সসীমা: সেটেনোগ্রাফার গ্রেড-সির জন্য বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯২- ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে হতে হবে)।
স্টেনোগ্রাফার গ্রেড-ডির জন্য ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৫- ১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে)।
সবক্ষেত্রেই বয়সের শর্ত সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে।
তপশিলি জাতি/ উপজাতি (কোড নং ০১), ওবিসি (কোড নং ০২) এবং শারীরিক প্রতিবন্ধী (কোড নং ০৩) প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ৫ বছর, ৩ বছর এবং ১০ বছর ছাড় পাবেন।
এছাড়াও ওবিসি (প্রতিবন্ধী) (কোড নং ০৪) ও তপশিলি জাতি/ উপজাতি (প্রতিবন্ধী) (কোড নং ০৫) প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ১৩ বছর এবং ১৫ বছর ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে অ্যাসিঃ প্রফেসর নিয়োগ
প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে (কোড নং ০৬) প্রকৃত বয়স থেকে মিলিটারি সার্ভিসের মেয়াদকাল + ৩ বছর বাদ দিয়ে যা দাঁড়াবে তত বছর ছাড় পাবেন।
শত্রুভাবাপন্ন দেশের বৈরিতায় বা শান্তিবিঘ্নিত এলাকায় পঙ্গু হয়ে চাকরি হারানো প্রাক্তন সেনাকর্মীরা (কোড নং ০৮) ৩ বছর
এবং ওইরকম তপশিলি প্রাক্তন সেনাকর্মীদের (কোড নং ০৯) ক্ষেত্রে ৮ বছর ছাড় দেওয়া হবে।
কেবল গ্রুপ-সি পদের ক্ষেত্রে কেন্দ্রীয় অসামরিক কর্মীরা অন্তত ৩ বছর নিয়মিত পদে অবিচ্ছিন্নভাবে কর্মরত (কোড নং ১০) হলে
এবং একইভাবে তপশিলি (কোড নং ১১) হলে যথাক্রমে ৪০ ও ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিধবা/ বিবাহবিচ্ছিন্না/ আইনত পতিসঙ্গবিচ্ছিন্না মহিলারা (কোড নং ১২) আবার বিয়ে না করে থাকলে এবং
বয়স ৩৫ বা তার মধ্যে হলে আবেদন করতে পারবেন (তপশিলি হলে (কোড নং ১৩) যথাক্রমে ৪০ বছর এবং ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে)।
সামরিক সার্ভিস ক্লার্ক ও ছাঁটাই হওয়া জনগণনা কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বয়সের ছাড় আছে, নিচের লিঙ্কে বিজ্ঞপ্তিতে দেখা যাবে।
প্রাক্তন সমরকর্মীদের পুত্র-কন্যা ও পোষ্যরা বয়সের ছাড়ের সুবিধা পাবেন না।
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং স্কিলটেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে নভেম্বর ২০২২-এ।
কম্পিউটার ভিত্তিক ওই ২ ঘণ্টার পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০ প্রশ্ন, ৫০ নম্বর),
জেনারেল অ্যাওয়্যারনেস (৫০ প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০ প্রশ্ন, ১০০ নম্বর)। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ হারে নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা স্টেনোগ্রাফির স্কিলটেস্টে ডাক পাবেন।
গ্রেড-সি এবং গ্রেড-ডির প্রার্থীদের যথাক্রমে মিনিটে ১০০ শব্দের গতিতে ইংরেজি বা ৮০ শব্দের গতিতে হিন্দিতে ১০ মিনিট ডিকটেশন নিতে হবে।
তারপর ওই ডিকটেশনটি কম্পিউটারে গ্রেড-ডি পদের ক্ষেত্রে ইংরেজি/ হিন্দিতে যথাক্রমে ৫০ মিনিট
ও ৬৫ মিনিটে এবং গ্রেড-সি পদের ক্ষেত্রে ইংরেজি/ হিন্দিতে যথাক্রমে ৪০ মিনিট এবং ৫৫ মিনিটে টাইপ করতে হবে।
দরখাস্তে স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যম (ইংরেজি/হিন্দি) উল্লেখ করতে হবে। স্কিল টেস্টে পাশ করলে কেবল লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত মেধাতালিকা ঘোষিত হবে।
অনলাইন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সময়মতো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, আলাদা করে কাউকে পাঠানো হবে না।
পরীক্ষাকেন্দ্র: পূর্বাঞ্চলের অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্র হবে এই সব জায়গায় (ব্র্যাকেটে কোড নম্বর): Kolkata (4410), Siliguri (4415), Gangtok (4001), Ranchi (4205), Bhubaneshwar (4604), Cuttack (4605), Sambalpur (4609), Port Blair (4802)।
পূর্বাঞ্চলের অফিসের ঠিকানা: Regional Director (ER), Staff Selection Commission, 1st MSO Building,
(8th Floor), 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal-700020. ওয়েবসাইট: www.sscer.org
আবেদনের ফি: আবেদনের ফি ১০০ টাকা। ভিমইউপিআই, নেটব্যাঙ্কিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা
এসবিআই চালানের মাধ্যমে স্টেটব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় নগদে টাকা দেওয়া যাবে।
তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতেহবেনা।
আবেদনের পদ্ধতি: http://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে,
তারপর ইউজারনেম (ইমেল আইডি) ও সেই রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকে ‘অ্যাপ্লাই’ লিঙ্কে Stenographer Grade ‘C’ & ‘D’ Examination 2019-এ আবেদন করতে হবে।
এককালীন রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কে আমাদের আলোচনাও দেখে নিতে পারেন (https://jibikadishari.co.in/?p=6634) আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় না।
অনলাইন আবেদন করার আগে আবেদনের খুঁটিনাটি ও ফর্ম ফিলাপের পদ্ধতি সম্পর্কে জেনে নিতে পারবেন ওয়েবসাইটেই।
অনলাইন আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ssc stenographer recruitment 2022)।