দ্রুততার সঙ্গে আবেদন গ্রহণ প্রক্রিয়া চালানো হলেও সময় নিয়ে নথি যাচাইয়ের কাজ চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আপার প্রাইমারি নিয়ে টালবাহানা দীর্ঘদিনের। গত বছরের শেষে হাইকোর্ট আপার প্রাইমারির (Upper Primary) আগের তালিকা বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে বলে। মে মাসের ৫ তারিখের মধ্যে নথি যাচাই শেষ করে, ১০ মে-র মধ্যে মেধা তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেই মতো কাজ চালিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন।
প্রায় ১ লক্ষ ৩০ হাজার মতো আবেদন জমা পড়েছে আপার প্রাইমারির শিক্ষকতার জন্য গত জানুয়ারি মাসে। ২২ জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করার পর স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিস এমনকি আঞ্চলিক দফতরগুলিকেও নথি যাচাইয়ের কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক প্রার্থীই ২৮ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করে নতুন বর্ধিত ভ্যাকান্সি অনুযায়ী মেধা তালিকা প্রকাশের জন্য আন্দোলনও চালাচ্ছেন। আশা করা হয়েছিল, নির্দিষ্ট সময়ের আগেই স্কুল সার্ভিস কমিশন তালিকা প্রকাশ করবে।
স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, দ্রুততার সঙ্গেই নথি যাচাইয়ের কাজ চলছে। মাঝখানে সাঁওতালি মাধ্যমের স্কুলের নিয়োগ প্রক্রিয়া চলার জন্য কিছুটা গতি শ্লথ হয়েছিল আপার প্রাইমারির নথি যাচাইয়ের কাজে। বর্তমানে নির্বাচনী কাজের জন্যেও অনেক সরকারি কর্মীকে নেওয়া হচ্ছে বলে কাজের গতি কিছুটা কমবে বলে ধারণা। তবে হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে, মেধা তালিকা প্রকাশ, ইন্টারভিউ ও তারপর কাউন্সেলিং মিলিয়ে পুরো প্রক্রিয়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হচ্ছে।
SSC, School Service Commission, SSC Upper Primary TET