এসএসসি সিলেকশন পোস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ ফের বাড়ানো হল

926
0
School Service Upper Primary, SSC Upper Primary, WBSSC Upper Primary TET,

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে (SSC) সিলেকশন পোস্ট ৮-এর নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শেষ তারিখ ফের বাড়ানো হল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে তারিখ।
সিলেকশন পোস্ট-৮ পদের জন্য ডকুমেন্টগুলির স্বপ্রত্যয়িত কপি ও সাবমিট করা আবেদনের প্রিন্ট-আউটের হার্ড কপি পৌঁছনো চাই আগামী ১৫ জুনের মধ্যে। সংশ্লিষ্ট রিজিওনাল/সাবরিজিওনাল দপ্তরের ঠিকানায়, পাঠানো যাবে কেবল স্পিড পোস্টের মাধ্যমে। এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পৌঁছনোর জন্য শেষ তারিখ ছিল ৩১ মে, ২০২১।
নতুন সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: ক্লিক করুন