রাজ্য বিদ্যুতে নার্স নিয়োগ

1118
0
nursing sister job

ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ১৯ জন স্টাফ নার্স এবং ১১ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে (staff nurse job 2021)।

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: WBPDCL/Recruitment/2021/05.

শূন্যপদের বিন্যাস: মেডিক্যাল অফিসার: অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩। স্টাফ নার্স: অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪।

বয়সসীমা: মেডিক্যাল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর এবং স্টাফ নার্স পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সবক্ষেত্রেই ১ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে।

যোগ্যতা: মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া/ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

স্টাফ নার্স: যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিগ্রি/ ডিপ্লোমা।

কোনো স্বীকৃত নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরির খবর দেখতে ক্লিক করুন

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল দশটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত।

নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদন পত্র ও অন্যান্য যাবতীয় প্রমান পত্রের মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে।

www.wbpdcl.co.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Bidyut Unnayan Bhavan, Block-LA, Plot no 3, /C, Sctor-III, Bidhannagar, Kolkata- 700106.

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (staff nurse job 2021)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন