রাজ্য বিদ্যুতে নার্স নিয়োগ

schedule
2021-12-01 | 07:48h
update
2021-12-01 | 07:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ১৯ জন স্টাফ নার্স এবং ১১ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে (staff nurse job 2021)।

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: WBPDCL/Recruitment/2021/05.

শূন্যপদের বিন্যাস: মেডিক্যাল অফিসার: অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩। স্টাফ নার্স: অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪।

বয়সসীমা: মেডিক্যাল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর এবং স্টাফ নার্স পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সবক্ষেত্রেই ১ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে।

যোগ্যতা: মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া/ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

Advertisement

স্টাফ নার্স: যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিগ্রি/ ডিপ্লোমা।

কোনো স্বীকৃত নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরির খবর দেখতে ক্লিক করুনAMP

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল দশটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত।

নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদন পত্র ও অন্যান্য যাবতীয় প্রমান পত্রের মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে।

www.wbpdcl.co.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Bidyut Unnayan Bhavan, Block-LA, Plot no 3, /C, Sctor-III, Bidhannagar, Kolkata- 700106.

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (staff nurse job 2021)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 09:42:36
Privacy-Data & cookie usage: