স্টাফ নার্স নিয়োগ

1766
0

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন উত্তর ২৪ পরগণায় ২৩৩ জন স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক ও গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে৷

মেমো নম্বর: CMOH-N24PGS/NHM/85.

এনইউএইচএম প্রোগ্রামে স্টাফ নার্স পদে শূন্যপদ ১৭৩, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ

এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর,

পারিশ্রমিক প্রতি মাসে ২৫০০০ টাকা৷

হিমোগ্লোবিন অপথ্যাসিস কন্ট্রোল প্রোগ্রামে স্টাফ নার্স পদে শূন্যপদ ২, যোগ্যতা, বয়স ও বেতন একইরকম৷

এনইউএইচএম প্রোগ্রামে ল্যাবরেটরির টেকনিশিয়ান পদে শূন্যপদ ১৬, পারিশ্রমিক প্রতি মাসে ২২০০০ টাকা, বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন, কম্পিউটার, মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের ব্যবহার জানতে হবে৷

http://www.north24parganashealth.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ২২ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷

অন্যান্য পদের যোগ্যতা, বয়স, বেতন সম্পর্কে বিস্তারিত জানা এবং সম্পূর্ণ নোটিসটি দেখতে পাওয়া যাবে http://www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷