পুরুলিয়ায় স্টাফ নার্স নিয়োগ

784
0

পুরুলিয়ার দেবেন মেহেতা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে ৫ জন স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও কাউন্সেলর নিয়োগ করা হবে।

মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে অন্তিম পর্বের বাছাই হবে। স্টাফ নার্স পদে পারিশ্রমিক প্রতি মাসে ২৫০০০ টাকা, বাকি দুটি পদের ক্ষেত্রে ২২০০০ টাকা।

ইন্টারভিউ হবে ৬ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১টা থেকে। আবেদন করতে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Principal, Deben Mahata Govt. Medical College, Purulia, PO- Vivekananda Nagar, PS- Purulia Muffasil, PIN- 723147 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৩ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে। http://pgmch.edu.in/ ওয়েবসাইটে দরখাস্তের বয়ান পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন