পূর্ব বর্ধমানে নার্স নিয়োগ

844
0
WB Health Recruitment

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন পূর্ব বর্ধমানের কালনা ও কাটোয়া পুরসভার অধীন জনস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১৭ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

মেমো নম্বর: 2112/DH&FWS/I/A-6.

পারিশ্রমিক: প্রতি মাসে ২৫০০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ অথবা বিএসসি নার্সিং।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হব এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনে ফি ৫০ টাকা। এনইএফটির মাধ্যমে ফি দিতে হবে।

এনইএফটি কাটতে হবে DiISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM) Bank A/C No- 0187132000008, IFSC- CNRB0000187 অনুকূলে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২২ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।