স্বাস্থ্য দপ্তরে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

1735
0

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন দার্জিলিঙ এবং শিলিগুড়িতে মেডিক্যাল অফিসার (staff nurse recruitment 2023),

স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, পার্ট টাইম স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার প্রভৃতি পদে ১২৯ জন নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

শূন্যপদ: মেডিক্যাল অফিসার জেনারেল: ২১, স্টাফ নার্স: ২২, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ২০,

পার্ট টাইম স্পেশ্যালিস্ট (মেডিসিন) মেডিক্যাল অফিসার: ২, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (পেডিয়াট্রিক্স) মেডিক্যাল অফিসার: ২,

পার্ট টাইম স্পেশ্যালিস্ট (জিঅ্যান্ডও) মেডিক্যাল অফিসার: ২, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (অপথ্যালমোলজিস্ট) মেডিক্যাল অফিসার: ২,

মেডিক্যাল অফিসার ফুল টাইম: ৮, স্টাফ নার্স (এনইউএইচএম প্রোগ্রাম): ৬, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (এনইউএইচএম): ৪৪।

যোগ্যতা: মেডিক্যাল অফিসার: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস এবং ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এএনএম কোর্স পাশ,

যে জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রসঙ্গত, অন্যান্য পদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত নিম্নে উল্লেখিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে ইন্টারভিউ হবে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।

স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউ হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।

ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, Darjeeling & District Health & Family Welfare Samiti,

Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark-Near Bhutia Market, Siliguri- 734001.

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

৬ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন