উত্তর ২৪ পরগণায় স্টাফ নার্স নিয়োগ

1209
0
Staff Nurse Recruitment 2024

উত্তর ২৪ পরগণার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ অফিসে ১০৭টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে। Staff Nurse Recruitment 2024

মেমো নম্বরঃ CMOHN/HSS-112/6436.

যোগ্যতাঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত জেএনএম ট্রেনিং কোর্স করে থাকতে হবে অথবা বিএসসি নার্সিং।

সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আর্মিতে পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.wbhealth.gov.in অথবা www.north24parganas.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক নিয়োগ

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। Staff Nurse Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন