Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের স্টেনো নিয়োগ পরীক্ষার স্কিল টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত 

SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রে-ডি নিয়োগের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হয়েছে গত ৫-৮ ফেব্রুয়ারি।

মোট ৪,৩৬,৯১০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছেন ১,৮৫,৩৫৬ জন।

সেই পরীক্ষার ভিত্তিতে গ্রেড-সি র জন্য ৯,৯৫৬ জন ও গ্রেড-ডির জন্য ১২,৮৯৩ জন নির্বাচিত হয়েছেন স্কিল টেস্টে বসার জন্য।

স্কিল টেস্টের তারিখ যথাসময়ে জানা যাবে এসএসসির আঞ্চলিক দপ্তরগুলি থেকে।

কারা কত নম্বর পেয়েছেন তা ওয়েবসাইটে জানানো হবে ১৯ এপ্রিল থেকে, ১ মাস পর্যন্ত।

বিভিন্ন ক্যাটেগরির জন্য নির্ধারিত কাট-অফ মার্ক সহ ১৫ এপ্রিলের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:  https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Writeup_C-1-II_15.04.2019_LATEST.pdf

স্কিল টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে (https://ssc.nic.in), নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজাল্ট/মার্ক লিঙ্কে ক্লিক করে ।

Exit mobile version