স্টাফ সিলেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আবেদনে ফটোর তারিখ

846
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০২০-র জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস) পরীক্ষার আবেদনকারীদের জানানো হচ্ছে, আপলোড করা ফটো (জেপেগ ফর্ম্যাটে ২০ কেবি থেকে ৫০ কেবির মধ্যে) যেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩ মাসের আগে তোলা না হয় এবং ফটো তোলার তারিখ যেন পরিষ্কার ভাবে ফটোতে ছাপানো থাকে। অন্যথায় আবেদন বাতিল হবে। সুপ্রিমকোর্টের নির্দেশমাফিক কমিশনের ১ অক্টোবরের এই বিজ্ঞপ্তিটি (F. No. 3/7/2020-P&P-II) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Regardingdateonphotograph_01102020.pdf

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল