স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (State Bank of India) ২০৫৬ প্রবেশনারি অফিসার (Probationary Officer recruitment, 2021) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/PO/2021-22/18. অনলাইন আবেদন করতে হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিন্যাস: রেগুলার ভ্যাকেন্সি: ২০০০ (অসংরক্ষিত ৮১০, তপশিলি জাতি ৩০০, তপশিলি উপজাতি ১৫০, ওবিসি ৫৪০, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ২০০)। এইসবের মধ্যে ২০টি এলডি, ২০টি দৃষ্টি প্রতিবন্ধী, ২০টি শ্রবণ প্রতিবন্ধী ও ২০টি ডিঅ্যান্ডই-এর জন্য সংরক্ষিত। এছাড়াও ব্যাকলগ ভ্যাকেন্সি ৫৬।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় স্নাতক বা সমতুল। অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯১ থেকে ১ এপ্রিল ২০০০)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর) ও রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। লেখা পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষায় থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫ নম্বর), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ নম্বর)। মোট ১৫৫ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা দুই ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকবে। সবশেষে ২০০ নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং ৩০ নম্বরের ইন্টারভিউ।
আরও খবর – কেন্দ্রীয় সরকারের এফএসএসআইতে ২৩৩ নিয়োগ
প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষাকেন্দ্র: স্টেট কোড ৪৫: পশ্চিমবঙ্গ: আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। স্টেট কোড ৪২: ত্রিপুরা: আগরতলা। স্টেট কোড ৩৯: সিকিম: গ্যাংটক। স্টেট কোড ৪৩: উত্তর প্রদেশ: আগ্রা, আলিগড়, এলাহাবাদ, বরেলি, বুলন্দশহর, ফরিজাবাদ, গোন্ডা, গোরক্ষপুর, ঝাঁসি, কানপুর, লক্ষ্ণৌ, মথুরা, মিরাট, মোরাদাবাদ, মজফফরনগর, বারাণসী। স্টেট কোড ৩৫: ওড়িশা: বালাসোর, বেরহ্যামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, ঝাড়সুগুড়া, রৌরকেল্লা, সম্বলপুর। স্টেট কোড ১৫: বিহার: আরা, ঔরঙ্গবাদ, ভাগলপুর, দ্বারভাঙ্গা, গয়া, মজফফরপুর, পাটনা, পূর্ণিয়া। স্টেট কোড ১৪: অসম: ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর।
প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র ও মেইন পরীক্ষার পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে।
বেতন: মূল বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আরও খবর – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক যোগ্যতায় ৩,২৬১ কেন্দ্রীয় সরকারের চাকরি
আবেদনের পদ্ধতি: http://bank.sbi/careers অথবা http://www.sbi.co.in/careers লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে। ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। স্ক্যানার রেজলিউশন দরকার অন্তত ২০০ ডিপিআই। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবাসইটে।
অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার জন্য কললেটার ডাউনলোড করা যাবে নভেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বর / ডিসেম্বর ২০২১।
আবেদন লিঙ্ক – ক্লিক করুন এখানে