রাজ্য অন্তর্বর্তী বাজেট প্রস্তাব, দেখে নিন বিস্তারিত

1207
0
West Bengal State Budget, Budget 2021

মহমারীর পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাজেটের পরই এল রাজ্য বাজেট অন অ্যাকাউন্ট‌। সামনেই রাজ্যের  নির্বাচন। তই এই বাজেট অন্তর্বর্তী বাজেট। এই বাজেটে মোট অর্থ বরাদ্দ বা প্রস্তাব রাখা হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৬৮৮ কোটি টাকার।

বিধানসভায় বিরেধীরা মুখ্যমন্ত্রীর এই বাজেটকে নানা কারণে প্রতিবাদ হিসেবে নিয়ে বিধানসভা ত্যাগ করেন।

বাজেট যে-কোনো সরকররই একটা মুখ। সেই সরকার কোন অভিমুখে চলবে তারই সন্ধান দেয় বাজেট। সেই পথ ধরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আসন্ন দিনের বাজেট।

তপশিলি সম্প্রদয়র ছেলেমেয়েদের শিক্ষার জন্য `আমার দিশা’ নামে একট প্রক্ল্প ঘোষণা। যেখানে ১০০টি ইংরেজি স্কুল তৈরি করার প্রস্তাব।

অলচিকি ভাষার পঠন-পাঠনের জন্য ৫০০টি স্কুল এবং ১৫০০ হজার স্কুল শিক্ষক নিয়োগ করার প্রস্তাব। প্রস্তাব ১০০ কোটি টকার ব্যয়বরাদ্দ।

উর্দুভাষাভাষী সহ বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রীদের জন্য ১০০টি নতুন স্কুল ও ৩০০ প্যারা টিচার নিয়োগ। বরাদ্দ ৫০ কোটি।

চা বাগানের উন্নতি কল্পে ও শিক্ষার জন্য ১০০টি স্কুল।

রাজবংশী ভাষাভাষীদের জন্য ২০০টি বিদ্যালয় তৈরির প্রস্তাব।

 মাদ্রাসা শিক্ষার উন্নতিকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ।

২০ লক্ষ নতুন গৃহ নির্মাণ। সমস্ত মাটির ঘর পাকা করার প্রস্তাব।

কৃষক সম্মাননিধি। কৃষকদের জন্য প্রতি বছর ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হল। খরচ করা হবে ৫০০ কোটি টাকা।

‘মাতৃবন্দনা’ নামে নতুন কর্মসূচি যেখানে দুঃস্থ নারীদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার প্রস্তাব।

নেতাজি স্মরণে আজাদ বাহিনী স্মারক গড়ে তোলা হবে রাজারহাটে। নেতাজির নামে নতুন নেতাজি ব্যটেলিয়ন গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে নেতাজি রাজ্য কমিশন গড়ে তোলা হবে।

মা প্রকল্পে `কমন কিচেন’ নামে একটি প্রক্লপ তৈরি হবে। যেখানে রান্না করা খাবার তৈরি ও বিক্রয় করে স্বনির্ভর হবেন।

বর্তমান পদ্ধতিতেই আগামী দিনে রেশন ব্যবস্থা চালু থাকবে।

স্বাস্থাসাথী প্রক্ল্প এখানেই শেষ নয়, তিন বছর অন্তর তা রিনিউ করা যাবে।

দুয়ারে সরকার ব্যবস্থা চলবে। যেখানে সধারণ মানুষ মানবিক সুরাহা পাবেন বলে দাবি করা হচ্ছে।

‘যুবশক্তি’ নামে সরকারি একটি প্রকল্প হবে। যেখানে সরকারি ক্ষেত্রে তরুণ ছেলেমেয়েরা সরকারি কাজকর্ম শিখে সেখানেই চাকরি করতে পারবেন। তার জন্য ইন্টার্নশিপ ব্যবস্থা থাকবে।

আইএএস, আইপিএস তৈরির জন্য আবাসিক ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ দেবে সরকার। তার খরচ বহন করবে সরকার। তার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টক।

`তরুণের স্বপ্ন’ নেতাজির রচনার নামাঙ্কিত এই প্রকল্পে ছাত্রছাত্রীদের প্রতি বছর শিক্ষার জন্য `ট্যাব’ দেওয়া হবে। তার জন্য ১০ হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।

প্যারা টিচার বা চুক্তি ভিত্তিক শিক্ষকদের জন্য প্রতি বছর তিন শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। অবসরকালীন সময়ে তাঁরা তিন লক্ষ টাকা এককালীন পাবেন।

সকল সম্প্রদায়ের বিধবাদের জন্য বিধবা ভাতা প্রদান।

সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে রাস্তা বা সড়ক যোগাযোগে। বিভিন্ন ক্ষেত্রে উড়ালপুল ও কাঁচা রাস্তাকে পাকা করে প্রধান সডকের সঙ্গে যোগাযোগ ঘটানোর প্রস্তাব নেওয়া হয়েছে। এই ‘পথশ্রী’তে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হবে। এ পর্যন্ত মোট রাস্তার নির্মাণের পরিমাপ ৮৯ হাজার ৫৭০ কিমি বলে জানানো হয়েছে।

সেচ উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ।

কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন। সেই ক্ষতি মেরামত করতে ঋণ দেওয়া হবে।

তাজপুরে সমুদ্র বন্দর, অন্ডালে এয়ারপোর্ট, অশোক নগরে গ্যাস উৎপাদনে প্রচুর লেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলা হয়েছে।

রাজারহাটে সিলিকন ভ্যালিতেও রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর বাজেট ভাষণে। যেখানে বলেছেন, রাজারহাটের সিলিকন ভ্যালিতে ২৪টি কোম্পানিকে ৭৯ একর জমি দেওয়া হয়েছে।।

পুলিশ প্রশাসনের সমস্ত খালি পদ পূরণ করা হবে বলা হয়েছে।