প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি

schedule
2023-06-27 | 09:57h
update
2023-06-27 | 09:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব ওয়েস্ট বেঙ্গলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। State Medical Faculty of West Bengal

ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ১৭ বছর।

রিবেশ মন্ত্রকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগAMP

যে সমস্ত কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল- ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি অপথ্যালমিক টেকনিক সহ, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি, ডিপ্লোমা ইন পারফিউসন টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি,

Advertisement

ভারতীয় রেলে ৩৪২৬ শূন্যপদে অ্যাপ্রেন্টিসAMP

ডিপ্লোমা ইন ডায়ালেসিস টেকনিক, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। আবেদনের ফি ৫০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। কোর্সটি শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে। https://www.smfwb.in/  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। যে সমস্ত ইনস্টিটিউটে কোর্সটি করানো হবে তার নাম ঠিকানা উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

State Medical Faculty of West Bengal

হলদিয়া ডকে কাজের সুযোগAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.05.2024 - 10:16:39
Privacy-Data & cookie usage: