রাজ্যের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন

644
0
Folafal Final Pic

রাজ্যের পূর্বতন স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত ২০১৬ সালের স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট এগজামিনেশন (শিডিউল ‘এ’ ও শিডিউল ‘বি’, Advt. No.10/WBSSC/2016 dt. 18.11.2016)-এর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আগামী ৭ মে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসে।

প্রার্থীদের তালিকা সহ বিস্তারিত নির্দেশ পাওয়া যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2705898