Site icon জীবিকা দিশারী

বীরভূম জেলা আদালতে স্টেনোগ্রাফার, ক্লার্ক নিয়োগ

Kalimpong Court Recruitment 2024

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ডিস্ট্রিক্ট জজ অফিসে ইংলিশ স্টেনোগ্রাফার, ট্র্যান্সলেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন/ নাইট গার্ড পদে ৯৩ জন নিয়োগ করা হবে (stenographer recruitment 2022)।

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: ০২।

শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: ৫, বাংলা ট্র্যান্সলেটর: ৩, লোয়ার ডিভিশন ক্লার্ক: ২৮, প্রসেস সার্ভার: ৮, পিওন/ নাইট গার্ড: ৪৯।

বেতনক্রম: ইংলিশ স্টেনোগ্রাফার পদে লেভেল ১০ অনুযায়ী ৩২১০০-৮২৯০০ টাকা। বাংলা ট্র্যান্সলেটর পদে লেভেল ৯ অনুযায়ী ২৮৯০০-৭৪৫০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ২২৭০০-৫৮৫০০ টাকা। প্রসেস সার্ভার পদে লেভেল ৫ অনুযায়ী ২১০০০-৫৪০০০ টাকা। পিওন/ নাইট গার্ড পদে লেভেল ১ অনুযায়ী ১৭০০০-৪৩৬০০ টাকা।

বয়সসীমা: ইংলিশ স্টেনোগ্রাফার এবং বাংলা ট্রান্সলেটর পদে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। বাকি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়রে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: স্টেনোগ্রাফার: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে প্রতি মিনিটে ৮০শব্দের গতিতে শর্টহ্যান্ড নিতে হবে

এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে ইংরেজিতে ম্যানুস্কিপ্ট দশ মিনিটে কম্পিউটারে টাইপ করতে হবে। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

বাংলা ট্রান্সলেটর: যে কোনো শাখায় স্নাতক, ইংরেজি/ বাংলা/ লিঙ্গুস্টিকে অনার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন।

সঙ্গে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাতে হবে।

প্রসেস সার্ভার: অষ্টম শ্রেণি পাশ, কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।

পিওন/ নাইট গার্ড: অষ্টম শ্রেণি পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: ইংলিশ স্টেনোগ্রাফার পদে বেদনের ফি ৮০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ৬০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের ৪৮০ টাকা।

বাংলা ট্রান্সলেটর পদে ৭০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ৫০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের ৪২০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদে ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ৪০০ টাকা

এবং শারীরিক প্রতিবন্ধীদের ৩৬০ টাকা। পিওন/ নাইট গার্ড পদে ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ৩৫০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের ৩৫০ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই পেমেন্ট/ ই-ওয়ালেট/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আসানসোল জেলা হাসপাতালে হাউস স্টাফ নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: https://districts.ecourts.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১২ মে ২০২২ তারিখ রাত ১১.৩০ মিনিট পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version