Site icon জীবিকা দিশারী

কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ

Kalimpong Court Recruitment 2024

কলকাতা হাইকোর্টে ১৭ জন পিএ/ স্টেনোগ্রাফার (গ্রেড সি) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (Stenographer recruitment)।

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চমাধ্যমিক পাশ বা কোনো স্বীকৃত কাউন্সিল/ বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সমতুল পাশ।

প্রতি মিনিটে ১২০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৮০০ টাকা, পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দেওয়া যাবে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে The Registrat General, High Court, Calcutta-এর অনুকূলে, প্রদেয় হবে জিপিও কলকাতাতে।

আবেদনের পদ্ধতি: সাদা কাগজে হাতে লিখে আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্র, যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ১২ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে পৌঁছতে হবে ‘The Registrar General, Calcutta High Court’ ঠিকানায়।

যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম খামের উপরে লিখতে হবে (Stenographer recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version