গার্ডেন রিচ শিপবিল্ডার্সে ৩৬ সুপারভাইজার

3043
0
GRSE Recruitment 2024

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ৩৬ জন সুপারভাইজার ও ডিজাইন সুপারভাইজার নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: HR/SUP:02/2020.

শূন্যপদ: সুপারভাইজার (এস ১ গ্রেড): ২৪ (অ্যাডমিন অ্যান্ড এইচআর ৩, ফিনান্স ১, ফার্মাসি ৪, সিকিউরিটি ৩, ন্যাভাল আর্কিটেকচার ১, মেকানিক্যাল ৫, ইলেক্ট্রিক্যাল ৩, সিভিল ৩, কম্পিউটার সায়েন্স/ আইটি ১)।

ডিজাইন সুপারভাইজার (এস ওয়ান গ্রেড): ১২ (মেকানিক্যাল ৪, ইলেক্ট্রিক্যাল ৩, ইলেক্ট্রনিক্স ১, সিভিল ৪)।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১) সুপারভাইজার: অ্যাডমিন অ্যান্ড এইচআর: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে এইচআর/ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ সোশ্যাল ওয়েলফেয়ার/ সোশ্যাল সায়েন্স/ সোশ্যাল ওয়ার্কে অন্তত এক বছরের ডিপ্লোমা।

ফিনান্স: যে-কেনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ফিনান্স ডিসিপ্লিন যেমন অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, অডিট ইত্যাদিতে এক বছরের ডিপ্লোমা।

ফার্মাসি: ফার্মাসি বা সমতুলে ডিপ্লোমা।

সিকিউরিটি: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে সিকিউরিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমা।

ন্যাভাল আর্কিটেকচার: ন্যাভাল আর্কিটেকচারে ডিপ্লোমা বা সমতুল।

মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

কম্পিউটার সায়েন্স/ আইটি: কম্পিউটার/ আইটিতে ডিপ্লোমা বা সমতুল।

২) ডিজাইন সুপারভাইজার: মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল।

সবক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে (সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৪৭১ টাকা (আবেদনের ফি ৪০০ টাকা+ব্যাঙ্ক চার্জ ৭১ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.grse.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। অন্যান্য  প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল