বীরভূমের সিউড়ি মিউনিসিপ্যালিটিতে ড্রাইভার ও অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 01/S.M/2018-2019
শূন্যপদ: ড্রাইভার ২টি (অসংরক্ষিত, এসসি), অ্যাকাউন্টস ক্লার্ক ১টি (এসসি) ।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ, বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ৫ বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ, ফিনান্স অ্যাকাউন্টিং সম্বন্ধে জ্ঞান এবং কম্পিউটার ও টাইপিং জানা থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা ১৮।
আবেদন পদ্ধতি: আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। নিজের অ্যাটেস্ট করা সমস্ত প্রয়োজনীয় নথির কপি দিতে হবে। ২২ টাকার স্ট্যাম্প লাগানো ও নিজের ঠিকানা লেখা একটি খাম দিতে হবে। আবেদন অবশ্যই রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: The Chairman, Suri Municipality, P.O. Suri, Birbhum, PIN-731101
আবেদন পত্রের বয়ানের নমুনা সহ বিস্তারিত বিজ্ঞপ্তি পাবেন এই ওয়েবসাইটে: http://birbhum.gov.in/Jobs/SURIM_ad_291018.pdf