মাধ্যমিক যোগ্যতায় মোটর ড্রাইভার কাম মেকানিক নিয়োগ

1290
0
survey of india recruitment 2023

সার্ভে অব ইন্ডিয়ার বিভিন্ন অফিস/ জিও স্পাসিয়াল ডেটা সেন্টারে মোটর ড্রাইভার কাম মেকানিক পদে ২১ জন নিয়োগ করা হবে। (survey of india jobs 2023)

যোগ্যতা: দশম শ্রেণি পাশ। হিন্দি/ ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। হাল্কা এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

মোটর মেকানিক হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং অটোমোবাইল ট্রেডে সার্টিফিকেট/ ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

বয়স: ৩১ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্র্যাক্টিক্যাল/ স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.surveyofindia.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স নির্দিষ্ট জিও স্প্যাসিয়াল ডেটা সেন্টার/ অফিসে পৌঁছতে হবে ৩১ মে ২০২৩ তারিখের মধ্যে।

নির্দিষ্ট জিও স্প্যাসিয়াল ডেটা সেন্টার/ অফিসের ঠিকানা https://www.surveyofindia.gov.in/webroot/UserFiles/files/Rozgar.Adver.pdf লিঙ্কে দেখতে পাওয়া যাবে।

দরখাস্তের বয়ানব ডাউনলোড করতে ক্লিক করুন

 

সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন