একলব্য স্কুলগুলিতে ৩৪৭৯ শিক্ষক নিয়োগ

3550
0
WBPSC Headmaster Recruitment 2024

সারা দেশের ১৭টি রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে ৩৪৭৯ জন শিক্ষক নিয়োগ করা হবে (teacher recruitment)।

যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলি হল: প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার।

আবেদনের পদ্ধতি: https://tribal.nic.in বা http://tribal.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত (teacher recruitment)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন