স্টিল অথরিটিতে শিক্ষক নিয়োগ

2146
0
Assistant Teacher Recruitment

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের বোকারো স্টিল প্ল্যান্টের এডুকেশন দপ্তরে এক বছরের চুক্তিতে কিছু শিক্ষক নিয়োগ করা হবে(teacher recruitment 2021) ।

অবসরপ্রাপ্ত/ অভিজ্ঞ শিক্ষকরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ হবে সেগুলি হল: সিনিয়র সেকেন্ডারি স্তরে ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি,

ইকোনমিক্স, জিওগ্রাফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বিজনেস স্টাডিজ, মিউজিক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন।

সেকেন্ডারি স্তরে ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স (পিসিবি), ফিজিক্স, বায়োলজি, সোশ্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, সংস্কৃত।

যোগ্যতা: বিএড থাকতে হবে। অবসরপ্রাপ্ত অথবা ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষকরা আবেদনের যোগ্য।

যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০২১ তারিখের মধ্যে।

বয়স: ৩১ মার্চ ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: bsl.eduation@sail.in এই ইমেল আইডিতে মেল করতে হবে। ইমেল করতে হবে আগামী ৩ এপ্রিল বিকাল ৫.৩০-এর মধ্যে (teacher recruitment 2021)।

নোটিস দেখতে ক্লিক করুন

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে ৫০২ ড্রাফটসম্যান

ও সুপারভাইজার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন