পূর্ব মেদিনীপুরে শিক্ষক নিয়োগ

1504
0
Teacher recruitment 2022

পূর্ব মেদিনীপুরের এড়াশাল জুনিয়র হাইস্কুলে ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে।

বিএ পাশ সঙ্গে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সহ ১০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে `এড়াশাল জুনিয়র হাইস্কুল, গ্রাম: এড়াশাল, পোঃ নন্দপুর,

থানা- চণ্ডীপুর, জেলা- পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৬২৫’ ঠিকানায়। মোবাইল নম্বর: ৯৭৩৩৬৮৪৯১৮।