Site icon জীবিকা দিশারী

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে টিচিং ও নন-টিচিং স্টাফ নিয়োগ

St. Xaviers College Recruitment 2025

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চে ১২ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ Advertisement No. 05/2021-22.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৮, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (সিভিল): ১, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (ইলেক্ট্রিক্যাল): ১, সেকশন অফিসার গ্রেড টু (সেক্রেটারিয়াল): ১, সেকশন অফিসার গ্রেড ওয়ান (অ্যাকাউন্টস): ১৷

আবেদনের ফি: ৫০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০ টাকা৷ এনইএফটি/ আরটিজিএস-এর মাধ্যমে ফি দিতে হবে৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর: ১০৮৩৬৪২৮৬৫৭, আইএফএসসি কোড: SBIN0001612.

আবেদনের পদ্ধতি: www.nitttrkol.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

http://www.nitttrkol.ac.in/download/AdvertisementTeachingNonTeachingPosts.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখা যাবে৷

Exit mobile version