Site icon জীবিকা দিশারী

দুর্গাপুরে ইঞ্জিনিয়ার নিয়োগ

wbpsc recruitment 2022

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ লিমিটেডে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে (Technical Assistant recruitment)৷

শূন্যপদ: ২২ (অসংরক্ষিত ১২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ২)৷

যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল/ অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

বরোদা ব্যাঙ্কে নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বয়সসীমা: বয়সেসর ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছড় পাবেন৷

বেতন: পে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

আবেদনের ফি: ১০০টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.cemri.res.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ২০ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷ অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স The Administrative Officer, CSIR-CEMRI, Gandhi Avenue, Durgapur, West Benga, PIN- 713209 ঠিকানায় ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে পাঠাতে হবে (Technical Assistant recruitment)৷

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version