টেকনিশিয়ান নিয়োগ

1734
0

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অধীন নাসিক রোড কারেন্সি নোট প্রেসে ১৪৬ জন জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজার নিয়োগ করা হবে৷

অনলাইন লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লেখা পরীক্ষায় থাকবে পেশাগত নলেজ,

জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড৷

পরীক্ষার সময় দু ঘণ্টা, নেগেটিভ মার্কিং থাকবে না৷ http://cnpnashik.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

প্রার্থীর ছবি, স্বাক্ষর ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে আপলোড করতে হবে৷

পরীক্ষার ফি ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা৷

অনলাইন আবেদন করা যাবে ২৫ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷

শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে (Technician job)।