টাঁকশালে ১৩৫ অফিসার, টেকনিশিয়ান, অ্যাসিঃ নিয়োগ

1903
0
Jr Technician Recruitment 2023

ব্যাঙ্ক নোট প্রেস, দিওয়াস ও নয়ডা মিন্টে ১৩৫ জন ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজার, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান,

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: BNP/HR/08/2020.

বয়সসীমা: ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজার (ইঙ্ক ফ্যাক্টরি, ইনফরমেশন টেকনোলজি) পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমায় ২৮ বছর৷

বাকি সবকটি পদে বয়সের ঊর্ধ্বসীমায় ২৫ বছর৷ সবক্ষেত্রেই ১১ জুন ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ওয়েলফেয়ার অফিসার: সোশ্যাল সায়েন্সে ডিপ্লোমা বা ডিগ্রি, হিন্দি ভাষার জ্ঞান থাকতে হবে৷

সুপারভাইজার (ইঙ্ক ফ্যাক্টরি): পেইন্ট টেকনোলজি/ সারফেস কোটিং টেকনোলজি/

প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি/ প্রিন্টিং টেকনোলজিতে ফার্স্ট ক্লাস পূর্ণ সময়ের ডিপ্লোমা অথবা কেমিস্ট্রিতে পূর্ণ সময়ের বিএসসি৷

সুপারভাইজার (ইনফরমেশন টেকনোলজি): আইটি/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা৷

সংশ্লিষ্ট ট্রেডে বিই/ বিটেক/ বিএসসি থাকলেও আবেদন করতে পারবেন৷

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে

অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে৷

জুনিয়র টেকনিশিয়ান (ইঙ্ক ফ্যাক্টরি): ডাইস্টাফ টেকনোলজি/ পেইন্ট টেকনোলজি/ সারফেস কোটিং টেকনোলজি/

প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি/ প্রিন্টিং টেকনোলজিতে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট

সঙ্গে এনসিভিটি থেকে এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট৷

জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং): প্রিন্টিং ট্রেড, লিথো অফসেট মেশিন মাইন্ডার, লেটার প্রেস মেশিন মাইন্ডার,

অফসেট প্রিন্টিং প্লেটমেকিং, হ্যান্ড কম্পোজিং, প্লেট মেকার কাম ইম্পোজিটরে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট

সঙ্গে এনসিভিটি থেকে এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট৷

জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল/ আইটি): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্সে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট

সঙ্গে এনসিভিটি থেকে এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট৷

জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল/ এসি): ফিটার/ মেশিনিস্ট/ টার্নার/ ইনস্ট্রুমেন্ট মেকানিক,

মোটর মেকানিক ভিকলে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট সঙ্গে এনসিভিটি থেকে এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট৷

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে

এবং ইংরেজি/ হিন্দিতে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে স্টেনোগ্রাফি ও ৪০ শব্দের গতিতে টাইপিং৷ সেক্রেটারিয়াল কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার৷

আবেদনের পদ্ধতি: https://bnpdewas.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ মে থেকে ১১ জুন পর্যন্ত৷ https://drive.google.com/file/d/18rbT-QkxxScafJBmVGnYVoGe9Fge7RV7/view লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা যাবে৷