এ বছর শিক্ষক নিয়োগের প্রথম ধাপ হিসেবে পরিচিত টেট (টিচার এলিজিবিটি টেস্ট) পরীক্ষা হচ্ছে না ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান গৌতম পাল জানিয়েছে, আইনগত কিছু সমস্যার কারণে এই পরীক্ষা এ বছর হচ্ছে না।
উল্লেখ্য, গত ২০২২ সালে টেট হয়েছিল কিন্তু তারও ফল বেরোয়নি। ২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হয়েছিল। এ বছর তাও হচ্ছে না।
২০২৫ সালে পরীক্ষা হওয়ার আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। এ নিয়ে চাকরি প্রার্থীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে।
যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট প্রতি বছরই হচ্ছে, কিন্তু এ বছর একটু পিছোল।
তাঁর বক্তব্য, ২০২৩ সালের হওয়া পরীক্ষার ফল প্রকাশের কিছু আইনি জটিলতা রয়েছে তাই এ বছর বন্ধ রাখা হল।