প্রাথমিক টেট পরীক্ষার ফাইনাল আন্সার কি প্রকাশিত

578
0
tet answer key released

২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার (প্রথম-পঞ্চম শ্রেণি) ফাইনাল আন্সার কি প্রকাশিত হয়েছে (tet answer key released)।

পরীক্ষা হয়েছিল ১১ ডিসেম্বর ২০২২ তারিখে।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে https://www.wbbpe.org এবং

https://wbbprimaryeducation.org পোর্টালে গিয়ে পরীক্ষার্থীরা ফাইনাল আন্সার কি দেখতে পাবেন।

ফাইনাল আন্সার কি দেখতে ক্লিক করুন

 

মাধ্যমিক যোগ্যতায় কলকাতা মেট্রোয় নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন