টেট সার্টিফিকেট বৈধতা আজীবন, জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

1021
0
ssc exam date 2021

টেট (Tet) উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট-এর ( Tet Certificate) বৈধতা আজীবন থাকবে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কোন‌ও পরীক্ষার্থী একবার টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাঁর টেট সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন, অর্থাৎ সেই পরীক্ষার্থী শিক্ষকতার জন্য বয়স অনুযায়ী যতদিন আবেদন করতে পারবেন, ততদিন টেট সার্টিফিকেটের বৈধতা থাকবে, এমনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে।
টেট সার্টিফিকেটের বৈধতা প্রথমে তিন বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছিল। বর্তমান মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে, যেহেতু সমস্ত রাজ্য এসএসসি বোর্ডগুলি শেষ দুবছরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, তার জন্য এরকম একটা সিদ্ধান্তের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
 রাজ্যের বোর্ড গুলিকেও সে ব্যাপারে জানিয়ে দেওয়া হয়ছে। এমনকি যাঁদের টেট সার্টিফিকেট রয়েছে (সাত বছর বৈধতার) তাঁদের নতুন করে সার্টিফিকেট প্রদানের ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু একজন চাইলে একাধিকবার পরীক্ষা দিতে পারেন স্কোর বাড়ানোর চেষ্টায় এই সিদ্ধান্তের এখনও কোনও বদল করা হয়নি।