টেট-এর সিলেবাস

1820
0
wbjee admit card 2023 released

প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষক নিয়োগের টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার বিস্তারিত সিলেবাস সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে (tet syllabus and exam pattern)।

পরীক্ষায় থাকবে চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), প্রথম ভাষা- বাংলা/ হিন্দি/ ওরিয়া/ তেলেগু/ নেপালি/ সাঁওতালি/ উর্দু (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর),

দ্বিতীয় ভাষা- ইংরেজি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), ম্যাথমেটিক্স (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), এনভায়রনমেন্টাল স্টাডিজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর)।

নেগেটিভ মার্কিং থাকবে না। প্রশ্নপত্র হবে বাংলা এবং ইংরেজিতে। পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষায় মোট নম্বর ১৫০, মোট নম্বরের ৬০ শতাংশ নম্বর পেলে টেট পাশ হিসেবে প্রার্থী গণ্য হবে (tet syllabus and exam pattern)।

টেট পরীক্ষার মডেল প্রশ্নপত্র সহ বিস্তারিত সিলেবাস দেখতে ক্লিক করুন

 

 

আরও খবর: প্রাইমারি টেট-এর অনলাইন আবেদন শুরু