রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে কাজের সুযোগ

417
0

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রে চুক্তির ভিত্তিতে নাট্যশিল্পী নিয়োগ করা হবে। Theatre Job vacancy

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে যে কোনো শাখায় স্নাতক সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১৫০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

শুরুতে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পাারে।

বায়োডেটা ও ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে minervarepertorytheatre@gmail.com ইমেল আইডিতে।

এছড়াও ‘সচিব, মিনার্ভা নাট্যসংস্কৃত চর্চাকেন্দ্র, ৬ উৎপল দত্ত সরণি, কলকাতা- ৭০০০০৬’ ঠিকানায় সরাসরি গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন।