টম অ্যান্ড জেরির ৮১ তে পদার্পণ

1348
0
Tom&Jerry

`চিজের টুকরো নিয়ে দৌড়ে চলেছে একটা ছোট্ট ইঁদুর, আর পিছু নিয়েছে বিড়াল মাসি, অনেক চেষ্টা করেও ইঁদুরটাকে নাগালে না পেয়ে শেষে হতাশ হয়ে বসে পড়ল বিড়াল, আর বিড়ালকে নাস্তানুবাদ করতে পেরে স্বস্তির হাসি ইঁদুরের মুখে’- দৃশ্যটা মনে মনে ভেবে কি সাদৃশ্য পাওয়া গেল কারোর সঙ্গে? এরা আর কেউ নয় বিখ্যাত কার্টুন চরিত্র টম আর জেরি। গত কয়েক দশক ধরে যারা টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা পেয়েছে শিশুদের মনে। গত ১০ ফেব্রুয়ারি টম অ্যান্ড জেরির ৮১ বছর পূর্ণ হল। ১৯৪০ সালে উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা তৈরি করেন এই চরিত্রদুটি, যা আজও সমানভাবে জনপ্রিয়।

এমন বেশ কয়েকটি চরিত্র রয়েছে যা টম অ্যান্ড জেরির মতোই আজও জনপ্রিয়তার শিখরে রয়ে গেছে। টিনটিন থেকে শুরু করে ম্যানড্রেক, ব্যাটম্যান, সুপারম্যান― আকাশ পথে উড়ে যাওয়া থেকে শুরু করে, এক জায়গা থেকে আর জায়গায় নিমিষে পৌঁছে যাওয়া কী না পারে আমাদের এই কল্পকাহিনির চরিত্রগুলো? এমন বেশ কয়েকটি চরিত্র ও স্রষ্টার কথা এখানে জানানো হল:

 মোগলি: চরিত্রের স্রষ্টা রুডিয়ার্ড কিপলিং (১৮৯৩)

 টিনটিন: হার্জ (১৯২৯)

 ব্যাটম্যান: বব ক্যান ও বিল ফিঙ্গার (১৯৩৯)

 ম্যানড্রেক: লি ফক (১৯৩৪)

 সুপারম্যান: জো শস্টার ও জেরি সেইজেল

  হ্যারি পটার: জে কে রাওলিং

  স্পাইডারম্যান- স্ট্যান লি এবং স্টিভ ডিটকো

   হি ম্যান: রজার সুইট

   মিকি মাউস: ওয়াল্ট ডিজনি এবং উব ল্বোয়ের্কস

    টারজান: এডগার রাইস বারোজ

    আয়রনম্যান: স্ট্যান লি, স্টিভ ডিটকো এবং ডন হেক

   নন্টে ফন্টে (১৯৬৯), হাঁদা ভোদা (১৯৬২), বাঁটুল দি গ্রেট (১৯৬৫): নারায়ণ দেবনাথ

 চাচা চেধরী- প্রাণকুমার শর্মা (১৯৭১)

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল