টুল অ্যান্ড ডাই মেকিং কোর্সে ভর্তি

1112
0
Tool & Die making course

বর্তমানে কাজের বাজারে টুল অ্যান্ড ডাই মেকারদের চাহিদা প্রচুর, উৎপাদন শিল্পে যে যন্ত্রগুলি ব্যবহার হয় সেই যন্ত্র তৈরির দায়িত্বে থাকে টুল অ্যান্ড ডাই মেকাররা৷

মাধ্যমিক পাশ করলেই এই কোর্স করা যায় শুধু যন্ত্র নির্মাণ কারিগরির প্রতি আগ্রহ থাকলেই পড়তেই পারেন টুল অ্যান্ড ডাই মেকিং কোর্স৷

অতি ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প দপ্তরের অধীন (মিনিস্ট্রি অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ)

কলকাতার সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারে টুল অ্যান্ড ডাই মেকিং এবং মেকাট্রনিক্সে ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷

ভর্তির জন্য যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)৷

১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ৩১ জুলাই ২০০২- ১ আগস্ট ২০০৬ সালের মধ্যে)৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

টুল অ্যান্ড ডাই মেকিং কোর্সে ডিপ্লোমার সময়সীমা চার বছর এবং মেকাট্রনিক্সে ডিপ্লোমা কোর্সের সময়সীমা তিন বছর৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা৷

অনলাইনে আবেদনের ফি দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেডে৷

ব্যাঙ্ক ডিটেলস: ১. স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাকাউন্ট নম্বর: ১০৪৭১৭৩২০৬৮, ব্রাঞ্চ: বনহুগলি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আইএফএসসি কোড: এসবিআইএন০০০২০২৯৷

২. অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর: ২৩৬০১০২০০০০৩২৬১, ব্রাঞ্চ: ডানলপ, আইএফএসসি কোড: ইউটিআইবি০০০০২৩৬৷

আবেদনের পদ্ধতি: www.msmetoolroomkolkata.com ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে৷

আবেদনপত্র জমা করা যাবে ১৩ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত৷

কোর্স ফি ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷