মিশ্র ধাতুতে ১৫৮ ট্রেড অ্যাপ্রেন্টিস

1273
0
Apprentice Recruitment

কেন্দ্রীয় সরকারের মিশ্র ধাতু নিগম লিমিটেডে ১৫৮ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: MDN/APR/2020/21.

শূন্যপদ: ফিটার: ৫০, ইলেক্ট্রিশিয়ান: ৪৮, মেশিনিস্ট: ২০, টার্নার: ২০, ওয়েল্ডার: ২০।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার মাধ্যমে বাছাই প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এরপর www.midhani-india.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Deputy Manager (TIS & Apprenticeship Training), Mishra Dhatu Nigam Limited, Kanchanbagh, Hyderabad-500058 ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১৬ অক্টোবর বিকাল ৫টার মধ্যে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ০৪০-২৪১৮-৪৫০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল