রাষ্ট্রীয় সার রসায়নে ৩৫৮ ট্রেড অ্যাপ্রেন্টিস

2367
0
operator recruitment

রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে ৩৫৮ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: রিজিওনাল অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ: ২৯১, বোর্ড অব অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (বিওএটি): ৬৭।

যোগ্যতা, ট্রেনিংয়ের সময়সীমা ও বয়সসীমা:১) রিজিওনাল ডিরেক্টর অব অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের অধীন পদ (আরডিএটি): অ্যাটেন্ড্যান্ট অপারেটর ও ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট পদে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজি সহ বিএসসি পাশ। ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে ফিজিক্স, কেমিস্ট্রি সহ বিএসসি পাশ। মেন্টেন্যান্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, বয়লার অ্যাটেন্ড্যান্ট, মেশিনিস্ট ট্রেডে সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ হায়ার সেকেন্ডারি। হর্টিকালচার, হাউসকিপার, ফুড প্রোডাকশনে এসএসসি পাশ। অ্যাকাউন্ট্যান্ট ট্রেডে হায়ার সেকেন্ডারি পাশ। মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ট্রেডে সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ হায়ার সেকেন্ডারি পাশ। ওয়েল্ডার ট্রেডে অষ্টম শ্রেণি পাশ। এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স): এমবিএ (এইচআর)/ এমএসডব্লু/ পার্সোনাল ম্যানজেমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে (দুবছরের পূর্ণ সময়ের) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা। এগজিকিউটিভ (মার্কেটিং): এমবিএ (মার্কেটিং)/ মার্কেটিং ম্যানেজমেন্টে (দুবছরের পূর্ণ সময়ের) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা।

ওয়েল্ডার, স্টেনোগ্রাফার ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর তিন মাস। হাউসকিপার পদে ১ বছর ৬ মাস। এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স), এগজিকিউটিভ ট্রেনি ও মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পদে ১ বছর। অ্যাকাউন্ট্যান্ট ও রিক্রুটমেন্ট এগজিকিউটিভ পদে ১ বছর ২ মাস এবং বাকি পদগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর।

মেন্টেন্যান্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, বয়লার অ্যাটেন্ড্যান্ট, মেশিনিস্ট, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, ফুড প্রোডাকশন ট্রেডে বয়সের ঊর্ধবসীমা ২১ বছর, বাকি সব ট্রেডে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধবসীমায় ছাড় পাবেন।

২) বোর্ড অব অ্যাপ্রেন্টিস ট্রেনিং: কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/ কম্পিউটার ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ট্রেডে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। সবকটি ট্রেডের ক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধবসীমা ২৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধবসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: প্রথমে www.apprenticeship.gov.in বা www.mhrdnats.gov.in বা  http://apprenticeshipindia.org/courses/type/optional পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে তারপর www.rcfltd.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

https://www.rcfltd.com/files/TRADE%20APPRENTICES%20ADVERTISEMENT%202020(1).pdfলিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল