ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনে (এনএমডিসি লিমিটেডে) ১৩০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Trade apprentice 2022)।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।
শূন্যপদ: মেকানিক্যাল ডিজেল: ২৫, ফিটার: ২০, ইলেক্ট্রিশিয়ান: ৩০, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক্যাল): ২০,
মেকানিক (মোটর ভিকল): ২০, অটো ইলেক্ট্রিশিয়ান: ২, মেশিনিস্ট: ৫, কেমিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ২,
মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান (প্যাথোলজি অ্যান্ড রেডিওলজি): ২, মাইনিং মেট: ২, ব্লাস্টার: ২।
যোগ্যতা: কেমিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ বিএসসি পাশ।
মাইনিং মেট এবং ব্লাস্টার ট্রেডের ক্ষেত্রে দশম শ্রেণি পাশ বা সমতুল। মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান পদে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ দ্বাদশ শ্রেণি পাশ।
বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ইস্যু করা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন
ইন্টারভিউয়ের তারিখ: মেকানিক্যাল ডিজেল ট্রেডে ইন্টারভিউ হবে ২৫ আগস্ট ২০২২ তারিখে।
ফিটার ট্রেডের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ ২৬ আগস্ট, ইলেক্ট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে ২৭ আগস্ট, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক্যাল) ট্রেডের ক্ষেত্রে ২৮ আগস্ট,
মেকানিক (মোটর ভিকল) ট্রেডের ক্ষেত্রে ২৯ আগস্ট বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৩০ আগস্ট ২০২২ তারিখে।
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Training Institute, BIOM, Bacheli Complex, Bacheli. ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে।
ইন্টারভিউয়ের আগে প্রার্থীকে www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে (Trade apprentice 2022)।