ট্রান্সলেশন সার্টিফিকেট কোর্সে ভর্তি

874
0
Ramakrishna Mission Vidyamandira Admission 2024

ট্রান্সলেশনের সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমপ্যারেটিভ লিটারেটার বিভাগের সেন্টার ফর ট্রান্সলেশন অব ইন্ডিয়ান লিটারেচার।

উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ইংরেজি এবং বাংলা/ হিন্দি/ নেপালি ভাষা জানতে হবে।

কোর্স ফি: কোর্স ফি ৬৫০০ টাকা এবং কোর্সের মেয়াদ ৬ মাস।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি ৬ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে ইমেল করতে হবে centiliu@gmail.com আইডিতে।

আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ৯৬৭৪৫২৬৫৪৪, ৮৯০০৬৬৪২৩৫, ০৩৩-২৪৫৭২১৫৬ নম্বরে ফোন করতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন