ট্রান্সলেশন কোর্সে ভর্তি

992
0
Current Affairs 3rd February

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগের অধীন সেন্টার ফর ট্রান্সলেশন অব ইন্ডিয়ান লিটারেচারসে ট্রান্সলেশন সার্টিফিকেট কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে৷

উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, তবে প্রার্থীকে ইংরেজি এবং হিন্দি/ বাংলা/ নেপালি ভাষা জানতে হবে৷

কোর্স ফি ৬৫০০ টাকা, কোর্সের মেয়াদ ৬ মাস৷ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে,

http://www.jaduniv.edu.inওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি ৬ ফেব্রুয়ারির মধ্যে centilju@gmail.com –এই ইমেল আইডিতে পাঠাতে হবে৷

কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে৷