উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ১ ক্লার্ক, ১ অ্যাটেনডেন্ট

2955
0
uttar banga krishi viswavidyalaya job

উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে ক্লারিক্যাল স্টাফ ও অ্যাটেনডেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– UBKV/Rect/05/2020, Dated: 17 December, 2020

যোগ্যতা—

ক্লারিক্যাল স্টাফ: উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ন, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকা দরকার।

অ্যাটেনডেন্ট: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। ল্যাবরেটরি/অফিস-এ কাজের অভিজ্ঞতা লাগবে। কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

মাসিক পারিশ্রমিক— ক্লারিক্যাল স্টাফ পদের জন্য ১২০০০ টাকা এবং অ্যাটেনডেন্ট ৯০০০ টাকা।

বয়সসীমা— ১ জুলাই, ২০২০ অনুযায়ী বয়সেরঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া— আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকেসরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। ইন্টারভিউয়ের সময় সমস্ত প্রয়োজনীয় নথি ও তার অ্যাটেস্টেড কপি সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ স্থল: Registrar’s Chamber, Uttar Banga Krishi Viswabidyalaya, Pundibari, Cooch Behar, Pin-736165

 

UBKV, WB Recruitment