ইউকো ব্যাঙ্কে ৯১ অফিসার, ইঞ্জিনিয়ার

2248
0
Current Affairs 8th March

ইউকো ব্যাঙ্কে ৯১ জন সিকিউরিটি অফিসার, ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, আর্কিটেক্ট), ইকোনমিস্ট, স্টাটিস্টিশিয়ান, আইটি অফিসার ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
শূন্যপদ: সিকিউরিটি অফিসার (জেএমজিএস ওয়ান): ৯, ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, আর্কিটেক্ট) জেএমজিএস ওয়ান: ৮, ইকোনমিস্ট (এমএমজিএস টু): ২, স্টাটিস্টিশিয়ান (জেএমজিএস ওয়ান): ২, আইটি অফিসার (জেএমজিএস ওয়ান): ২০, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (জেএমজিএস ওয়ান): ২৫, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এমএমজিএস টু): ২৫।
আবেদনের ফি: ১১৮০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ১৮০ টাকা।
আবেদনের পদ্ধতি: http://www.ucobank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন ও অন্যান্য বিষয় উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।
https://www.ucobank.com/english/job-opportunities.aspx লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল