ইউকো ব্যাঙ্কে নিয়োগ

211
0
UCO Bank Recruitment 2024

কলকাতার ইউকো ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে ১২টি শূন্যপদে চিফ রিস্ক অফিসার, ডেটা প্রোটেকশন অফিসার, UCO Bank Recruitment 2024

চিফ ম্যানেজার- ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার ক্লাইমেট রিস্ক, ম্যানেজার ইকোনোমিস্ট,

অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার, ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার নিয়োগ করা হবে।

বয়সঃ চিফ রিস্ক অফিসার ও ডেটা প্রোটেকশন অফিসার পদে বয়স হতে হবে ৪০-৫৭ বছরের মধ্যে।

চিফ ম্যানেজার ডেটা অ্যানালিস্ট পদে বয়স হতে হবে ৩০-৪৫ বছরের মধ্যে।

ম্যানেজার ডেটা অ্যানালিস্ট ও ম্যানেজার ইকোনোমিস্ট পদে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

সিনিয়র ম্যানেজার ক্লাইমেট রিস্ক পদে বয়স হতে হবে ২৫-৪০ বছররে মধ্যে।

সবক্ষেত্রেই ১ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

হিন্দুস্তান অ্যারোনটিক্সে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://ucobank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। UCO Bank Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

সিডস কর্পোরেশনে কর্মী নিয়োগ