ইউকো ব্যাঙ্কে অফিসার নিয়োগ

178
0
UCO Bank SO Recruitment

ইউকো ব্যাঙ্কে ৬৮টি শূন্যপদে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। UCO Bank SO Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ HO/HRM/RECR/2024-25/COM-70

শূন্যপদের বিন্যাসঃ ইকোনমিস্ট ২, ফায়ার সেফটি অফিসার ২, সিকিউরিটি অফিসার ৮,

রিস্ক অফিসার ১০, আইটি অফিসার ২১, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ২৫।

বেতনক্রমঃ ইকোনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার পদে বেসিক পে স্কেল ৪৮৪৮০-৮৫৯২০ টাকা।

রিস্ক অফিসার, আইটি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে ৬৪৮২০-৯৩৯৬০ টাকা।

বয়সঃ ইকোনমিস্ট পদে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ফায়ার সেফটি অফিসার পদে বয়স হতে হবে ২২-৩৫ বছরের মধ্যে।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুয়ায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফিঃ ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://ucobank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

ভারতীয় রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। UCO Bank SO Recruitment

 

নোটিসটি দেখতে ক্লিক করুন