পিএসসির অনলাইন ইন্টারভিউয়ের নিয়মবিধি

1405
0
psc online interview
Courtesy: Freepik

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের উদ্যান পালক প্রযুক্তি সহায়ক পদের ইন্টারভিউ অনলাইন হবে তা আগেই জানানো হয়েছে (https://jibikadishari.co.in/online-interview/),

এবার অনলাইন ইন্টারভিউয়ের কিছু নিয়মকানুন জানানো হল৷

ডব্লুবিপিএসসির তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে “গুগল মিট” লিঙ্কের মাধ্যমে অনলাইন ইন্টারভিউ দিতে হবে, লিঙ্কটি প্রার্থীদের ইমেল মারফত পাঠিয়ে দেওয়া হবে৷

ইন্টারভিউ শুরুর অন্তত ৩০ মিনিট আগে থেকে প্রার্থীকে তৈরি থাকতে হবে৷ সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি ইন্টারভিউয়ের অন্তত তিন দিন আগে http://wbpsc.examsonline.co.in লিঙ্কে আপলোড করতে হবে৷ লিঙ্কটি অ্যাক্টিভ হবে আগামী ২৪ মে থেকে৷

https://wbpsc.gov.in/Download?param1=An_20210521194752_UPPS_PT_Notice.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে সম্পূর্ণ নোটসটি দেখতে পাওয়া যাবে৷

 

ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরীক্ষা, ইন্টারভিউ: সময় বাঁচাতে রপ্ত করে নিনি প্রক্রিয়া ক্লিক করুন